জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিনটি পদের নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষাটি আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দুর্গা পূজার ছুটি উপলক্ষে পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারিত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ থাকায় নতুন তারিখ নির্ধারণ করেছে এনবিআর।

পরীক্ষাটি আগামী ১১ অক্টোবর, শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রোববার সকালে এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) ও নিয়োগ কমিটির সদস্যসচিব জাহিদ নেওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই দিন ও একই সময়ে কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের লিখিত পরীক্ষাও হবে। এই দুটি পদের প্রিলিমিনারি পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারির ফলাফল সেদিনই প্রকাশ করে লিখিত পরীক্ষার সময়সূচিও জানায় এনবিআর।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দুর্গা পূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের পরীক্ষা না নিতে বলা হয়েছে। এই সময়ে ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজার ছুটিও রয়েছে।