পর্যটন এলাকায় ভ্রমণকে নিরাপদ, আনন্দময় ও সাশ্রয়ী করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার, জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শনিবার রাজধানীতে ‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিনের কর্মসূচি শুরু হয় সকাল ৯:৩০টায় আগারগাঁওয়ে পর্যটন ভবনের সামনে আয়োজন করা র্যালি উদ্বোধনের মাধ্যমে। ফিতা কেটে র্যালি উদ্বোধন করেন বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা।
র্যালিতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটন সংগঠন ও খাতের কর্মকর্তারা। তারা বিভিন্ন দাবি-দাওয়ার পাশাপাশি পর্যটন সংক্রান্ত স্লোগান দেন।
র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বশিরউদ্দীন বলেন, “আমরা সাশ্রয়ী মূল্যে নতুন নতুন পর্যটন ক্ষেত্র তৈরি করছি। সামগ্রিকভাবে সক্ষমতা কাজে লাগাচ্ছি। আচরণবিধি নির্ধারণ করা হচ্ছে এবং পর্যটকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ চলছে।”
তিনি আরও বলেন, “পর্যটনে সবকিছুকেই অর্থনৈতিক মানদণ্ডে বিচার করার প্রয়োজন নেই। অর্থনীতি গুরুত্বপূর্ণ, তবে গৌণভাবে। পর্যটক যেন কখনও প্রতারিত না হয়, সেক্ষেত্রে আমরা সবাই মিলে কাজ করবো।”
পরবর্তী কর্মসূচি হিসেবে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা দেশের পর্যটন খাত সংক্রান্ত বিভিন্ন দাবি উপদেষ্টার সামনে তুলে ধরেন। নিরাপত্তা বিষয়টি বারবার আলোচনায় এসেছে।