বিশ্বের অষ্টম শীর্ষ পর্বত মানাসলু জয় করেছেন দুই বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী ও তানভীর আহমেদ। শুক্রবার ভোরে তাঁরা পৌঁছান নেপালের মানসিরি হিমাল রেঞ্জের এই শৃঙ্গে, যা পরিচিত ‘মাউন্টেন অব দ্য স্পিরিট’ নামে।

৮ হাজার মিটারের বেশি উচ্চতার মানাসলুতে বাবর আলী আরোহণ করেন অক্সিজেন ছাড়াই। এটি তাঁর চতুর্থ আটহাজারি শৃঙ্গ জয়। অন্যদিকে তানভীর আহমেদ প্রথমবারের মতো আটহাজারি অভিযানে সফল হলেন। তাঁদের সঙ্গে গাইড ছিলেন বীরে তামাং ও ফুর্বা অংডি শেরপা।

মানাসলু অ্যাসেন্ট: ভার্টিক্যাল ডুয়ো’ শীর্ষক এ অভিযানের আয়োজক ছিল পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। আউটফিটার হিসেবে দায়িত্বে ছিল ‘স্নোয়ি হরাইজন ট্রেক্স অ্যান্ড এক্সপিডিশন’। দুজনের শীর্ষ জয় নিশ্চিত করেছেন ক্লাবের সভাপতি ফরহান জামান।

তিনি জানান, একই দিনে মানাসলু শীর্ষে দুইবার উড়েছে লাল-সবুজের পতাকা। বাবর দীর্ঘদিন ধরে অক্সিজেন ছাড়াই আটহাজারি শৃঙ্গ জয়ের স্বপ্ন দেখছিলেন। এবার সেই স্বপ্ন পূরণ হলো। অন্যদিকে প্রাতিষ্ঠানিক মাউন্টেনিয়ারিং শিক্ষা ছাড়াই তানভীর শুধুমাত্র দেশের সীমিত সুযোগ-সুবিধা ও ইচ্ছাশক্তির জোরে প্রথম আটহাজারি অভিযানে সফল হয়েছেন।

দুজন ৫ সেপ্টেম্বর নেপালে পৌঁছে অভিযাত্রা শুরু করেন। বেস ক্যাম্পে উচ্চতার সাথে মানিয়ে নেওয়ার পর ধাপে ধাপে ক্যাম্প–১ থেকে ক্যাম্প–৪ পর্যন্ত পৌঁছে ২৬ সেপ্টেম্বর ভোরে তাঁরা শীর্ষ স্পর্শ করেন।

বাবর আলী এর আগে এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণাসহ একাধিক শৃঙ্গ জয় করেছেন। তাঁর লক্ষ্য ১৪টি আটহাজারি পর্বত জয়। তানভীর ২০২৩ সালে আমা দাবলাম শীর্ষ জয় করেছিলেন। তিনি বর্তমানে ‘ভিএফ এশিয়া বাংলাদেশ’-এর সহকারী ব্যবস্থাপক।

তানভীর কিশোরগঞ্জ সদরের বাসিন্দা। বাবা আইনজীবী তারেক উদ্দিন আহমদ ও মা শিরীন আহমেদের প্রথম সন্তান তিনি। বাবর চট্টগ্রামের হাটহাজারীর সন্তান এবং পেশায় চিকিৎসক।

তাঁদের এই অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে সামুদা, ভিজ্যুয়াল নিটওয়ারস, গিগাবাইট বাংলাদেশ, চন্দ্রবিন্দু প্রকাশন, সিনোভেস্ট, সিয়েরা–রোমিও, আদিবা ফুটওয়্যার, ফোরএস অ্যাডভান্স টেকনোলজিস, জেনোভার্স, সোর্স অ্যাসোসিয়েটস, আইলেট ব্যাংকার্স, কাজী অ্যাগ্রো ও ফ্রিয়েসভা।

ফরহান জামান জানিয়েছেন, বাবর ও তানভীর নিরাপদে দ্রুত নিচে নামার চেষ্টা করছেন। তাঁদের লক্ষ্য সামনে আরও শীর্ষ জয়।