বাঁচরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা বুধবার ঢাকার এক হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যু সকাল ৭টার দিকে ঘটে, জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) রঞ্জন চন্দ্র দে।

রঞ্জন চন্দ্র দে বলেন, ফেরদৌস আরা সোমবার থেকে অসুস্থ ছিলেন এবং তীব্র মাইগ্রেনের কারণে রাজধানীর হাসপাতালে ভর্তি ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, তার জানাজা ও দাফন দাউদকান্দির শ্বশুরবাড়িতে অনুষ্ঠিত হবে। তিনি স্বামী ও এক কন্যাসন্তানকে রেখে গেছেন।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশ প্রশাসনিক সেবা সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্যরা ইউএনও ফেরদৌস আরার অকাল মৃত্যুতে গভীরভাবে হতবাক ও শোকাহত।

ডিসি শারমিন আক্তার জাহান আরও বলেন, ফেরদৌস আরা একজন দায়িত্বপরায়ণ, সৎ, দক্ষ ও প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তিনি মৃতকরের আত্মার শান্তি কামনা করেছেন।