নিরাপত্তাজনিত কারণে ভারতের তিনটি গুরুত্বপূর্ণ বাংলাদেশি কূটনৈতিক মিশনে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।
উপদেষ্টা বলেন, “আমি আমাদের তিনটি মিশনকে সাময়িকভাবে ভিসা বিভাগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এটি একটি নিরাপত্তা বিষয়।”
কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী, বন্ধ থাকা মিশনগুলো হলো:
• বাংলাদেশ হাই কমিশন, নয়া দিল্লি
• ডেপুটি হাই কমিশন, কলকাতা
• অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন, আগরতলা
তবে মুম্বাই ও চেন্নাইতে বাংলাদেশি মিশন এখনও স্বাভাবিকভাবে কাজ করছে।
ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা হোসেন বলেন, তিনি স্পোর্টস উপদেষ্টা আসিফ নাজরুলের সঙ্গে একমত।
আসিফ নাজরুল বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ দল ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপ খেলবে। তিনি বলেন, “আমরা বিশ্বকাপে খেলার আগ্রহ রাখি, কিন্তু তা কখনোই খেলোয়াড়দের নিরাপত্তা বা দেশের মর্যাদার বিপরীতে হবে না।”
পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বলেন, “আমরা নিশ্চিতভাবে ভারত ছাড়া খেলব।”
দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব নিয়ে তিনি বলেন, “এটি নতুন একটি বিষয়। সময়ের সঙ্গে বিভিন্ন ইস্যু আসে, এগুলোর কিছুটা নেতিবাচক প্রভাব থাকে।”
ব্যবসায়িক সম্পর্ক রক্ষার বিষয়ে তিনি মন্তব্য করেন, “যদি ব্যবসায়ীরা সস্তায় চাল কিনতে চান, তারা তা করবেন।”
এছাড়া পাকিস্তান থেকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ক্রয় বিষয়ে উপদেষ্টা জানান, “এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে, চূড়ান্ত হলে জানানো হবে।”
পূর্বের পোস্ট :