ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি।
মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এদিন সকালে হাদি হত্যা মামলার তদন্ত শেষে চার্জশিট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দাখিল করেন তদন্তকারীরা।
ডিবি প্রধান জানান, মামলায় মোট ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জন বর্তমানে কারাগারে রয়েছেন।
তিনি আরও জানান, মামলার প্রধান শ্যুটার ফয়সাল এবং মোটরসাইকেলচালক আলমগীরসহ পাঁচজন এখনো পলাতক। পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি প্রধানের ভাষ্য অনুযায়ী, তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতেই সাবেক কাউন্সিলর বাপ্পির বিরুদ্ধে হত্যার নির্দেশদাতা হিসেবে অভিযোগ আনা হয়েছে।
পূর্বের পোস্ট :