জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত তাহরিমা জান্নাত সুরভীকে ঘিরে ঘটে যাওয়া পুরো ঘটনাটিই মিথ্যা ও সাজানো।

সোমবার রাতে কারামুক্ত হওয়ার পর তাহরিমার বাসায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, তাহরিমা ন্যায়বিচার পাননি।

নাহিদ ইসলাম বলেন, “তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা পুরোপুরি সাজানো। তাঁর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা হয়নি।” তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচন সামনে রেখে গণ-অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

এনসিপির এই নেতা আরও বলেন, তাহরিমাকে ঘিরে ঘটনাটি এমন ব্যক্তিদের হেয় প্রতিপন্ন করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

তিনি দাবি করেন, দেশকে অস্থিতিশীল করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে স্বার্থান্বেষী মহল সক্রিয় রয়েছে। এ অবস্থায় সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম।

এর আগে সোমবার সকালে সাংবাদিককে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় পুলিশ তাহরিমাকে আদালতে হাজির করে। এ সময় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে।

শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা এর প্রতিবাদে বিক্ষোভে নামেন।

পরবর্তীতে রিভিশন আবেদন করা হলে সোমবার রাতে আদালত তাহরিমার জামিন মঞ্জুর করেন।

এরপর একই রাতে তিনি কারাগার থেকে মুক্তি পান।