সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪০৪২ জন প্রার্থী।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে পিএসসি এই ফল প্রকাশ করে। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান জানান, প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন।
এর আগের দিন ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে ১৮০৭ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করে কমিশন। একই দিনে ৫০তম বিসিএসের আবেদন আহ্বান করা হয় এবং বৃহস্পতিবার শুরু হয়েছে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা।
প্রায় দুই বছর আগে আহ্বান করা ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা গত ২৪ জুলাই শুরু হয়ে আগস্ট পর্যন্ত চলে। পদ–সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হয় ১০ থেকে ২১ আগস্ট।
আট বিভাগের ১৮টি কেন্দ্র ও ১০টি কেন্দ্র মিলিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই দফায় প্রকাশিত প্রিলিমিনারি ফলের মাধ্যমে উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭ জন লিখিত পরীক্ষায় অংশ নেন।
২০২৩ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৪ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন। প্রথম ফলাফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।
সরকার পরিবর্তনের পর ‘বৈষম্য দূরীকরণে’ আরও ১০ হাজার ৭৫৯ জনকে উত্তীর্ণ দেখিয়ে প্রিলিমিনারি ফল পুনঃপ্রকাশ করে পিএসসি। নতুন ফল ২০২৪ সালের ২৭ নভেম্বর প্রকাশিত হয়।
পূর্বের পোস্ট :