রাজধানীতে আবারও হালকা ভূকম্পন অনুভূত হয়েছে বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে। কম্পন স্থায়ী ছিল কয়েক সেকেন্ড। হঠাৎ দুলুনি টের পেয়ে অনেকেই বাসা ও অফিস থেকে নিচে নেমে আসেন।

গত শনিবার দেশে তিন দফা ভূমিকম্প অনুভূত হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় আজ  আবার ভূমিকম্প হয়েছে। এতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিট জানায়, কম্পনের মাত্রা ও উপকেন্দ্র সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জানিয়েছেন, বহুতল ভবনের ওপরের তলায় কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়েছে।