আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়ার ক্ষত এখনও তাজা। দেশে ফিরেই সমর্থকদের ক্ষোভের মুখে পড়া বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এখন শুরু হচ্ছে আরেক পরীক্ষা—পেশাদারিত্ব, মানসিক দৃঢ়তা ও ক্রিকেটীয় দক্ষতার পরীক্ষা।
শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে দুপুর দেড়টায়।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ, আর বাংলাদেশ দশম। ক্রিকেটীয় মান ও বিশ্ব ক্রিকেটের কৌতূহলের দিক থেকে সিরিজটি বড় কিছু নয়, তবে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহেদী হাসান মিরাজের দলের জন্য।
আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ, চারদিকে সমালোচনার ঝড়, এবং ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে শঙ্কা—সব মিলিয়ে গর্বিত এক সংস্করণ এখন দাঁড়িয়ে আছে আত্মসমালোচনার মোড়ে।
বাংলাদেশের কোচ ফিল সিমন্স অবশ্য ব্যর্থতা মেনে নিয়ে দেখছেন নতুন সূচনার আশায়। তিনি বলেন, ‘আমরা একটি বাজে সিরিজ খেলেছি, বিশেষ করে ব্যাটিংয়ে মাঝের ওভারগুলোয় ভালো জুটি গড়তে পারিনি। শুরু ভালো হলেও মিডল অর্ডারে ভেঙে পড়েছি। এবার ছেলেরা জুটি গড়ার দিকেই মনোযোগ দিচ্ছে। খারাপ সময় গেছে, তবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’
সিমন্সের মতে, আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থতা ছিল ব্যতিক্রম। কিন্তু বাস্তবতা বলছে, ওয়ানডেতে এটি বাংলাদেশের টানা চতুর্থ সিরিজ হার। সবশেষ আট সিরিজে জয় মাত্র একটিতে।
‘এরকম সিরিজের পর যা করার, সেটাই করছি—পেছনে ফেলে সামনে তাকানো,’ বলেন সিমন্স। ‘আমরা জানি, আমরা এর চেয়ে ভালো দল, ভালো খেলতে পারি। তাই অতীত ভুলে আগামীকালের ম্যাচে মনোযোগ দিচ্ছি।’
দলের মিডল অর্ডারের ভঙ্গুরতা কাটাতেই সুযোগ পেয়েছেন নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন। নিউ জিল্যান্ড ‘এ’-এর বিপক্ষে সেঞ্চুরি করা এই কিপার-ব্যাটারের ওয়ানডেতে অভিষেক হতে পারে আজই। ওপেনিংয়েও অনিশ্চয়তা কম নয়—তানজিদ হাসান ধারাবাহিক নন, নাঈম শেখ জায়গা হারিয়েছেন, ইমন চোটে বাইরে। এমন অবস্থায় অভিজ্ঞ সৌম্য সরকারকে ফেরানো হয়েছে দলে।
অন্যদিকে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও খুব ভালো অবস্থায় নেই। তারা আগের সিরিজে পাকিস্তানকে হারালেও র্যাঙ্কিংয়ে নবম এবং ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে ঝুঁকির মুখে।
দলের কোচ ড্যারেন স্যামি বলেছেন, ‘আমরা ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার লড়াইয়ে আছি। এজন্য এই সিরিজের পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে জিততে হলে ভালো ক্রিকেট খেলতে হবে।’
মিরপুরের উইকেট নিয়েও চলছে আলোচনা। ক্যারিবিয়ান কোচ স্যামি জানিয়েছেন, এমন উইকেট তিনি আগে দেখেননি। তবে বাংলাদেশ কোচ সিমন্সের মতে, এতে স্পিন সহায়তা করতে পারে।
উইকেট যেমনই হোক, মিরাজদের সামনে এখন লক্ষ্য একটাই—আত্মবিশ্বাস ফেরানো। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলেও বাংলাদেশের সাম্প্রতিক দুরবস্থা হয়তো মুছে যাবে না, কিন্তু এটি হতে পারে ফিরে আসার প্রথম পদক্ষেপ।
সমালোচনার ঝড় থামাতে এবং ২০২৭ বিশ্বকাপের পথে নিজেদের আবার প্রমাণ করতে আজকের ম্যাচটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।
পূর্বের পোস্ট :