খাগড়াছড়িতে শনিবার থেকে জারি হওয়া ১৪৪ ধারা এখনও বহাল রয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রামের সড়কে শিথিল করা হয়েছে ‘জুম্ম-ছাত্র জনতার’ ডাকা অবরোধ।সোমবার সকালে ‘জুম্ম-ছাত্র জনতার’ মিডিয়া সেলের ফেসবুক পোস্টে বলা হয়, রোববার গুইমারায় সেনা ও পুলিশ সদস্যদের গুলিতে এবং সেটলারদের নির্যাতনে আহতদের সুচিকিৎসা ও নিহতদের লাশ দাফনের সুবিধার্থে ঢাকা-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দুপুর ১২টা থেকে অবরোধ শিথিল থাকবে। তবে জেলার অন্য সব সড়কে অবরোধ চলবে।পোস্টে আরও বলা হয়, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা থেকে একটি চিকিৎসক দল আসবে। তাদের আগমনে যেন কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়, সে বিষয়ে সহযোগিতা কামনা করা হচ্ছে।মারমা এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে শনিবার ভোর থেকে অবরোধ শুরু করে ‘জুম্ম-ছাত্র জনতা’। অবরোধ চলাকালে সড়কে টায়ার জ্বালানো ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ হয়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার দুপুরে উপজেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।সেই অবরোধ ও ১৪৪ ধারা সোমবারও বহাল আছে। এ সময় শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, কলেজ গেট, স্বনির্ভর ও জিরো মাইলে ...