দেশে চলতি বছরের ৯ মাসে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মোট ২০০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুজন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চলতি বছরের ৯ মাস শেষে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ২০০-এ পৌঁছেছে। এর আগে ২০২৪ সালে ৫৭৫ জন, ২০২৩ সালে ১,৭০৫ জন, ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন এবং ২০১৯ সালে ১৭৯ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছিলেন।
একই সময়ে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৮৩২ জনে।
পূর্বের পোস্ট :