বিশ্বখ্যাত প্রাণীবিদ, প্রাইমেট বিশেষজ্ঞ, নৃতত্ত্ববিদ ও সংরক্ষণবিদ ডেম জেন গুডঅল ৯১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারা গেছেন। জেন গুডঅল ইনস্টিটিউট জানিয়েছে, সফরকালেই তার স্বাভাবিক মৃত্যু হয়।
মানুষ ও শিম্পাঞ্জির ঘনিষ্ঠ সম্পর্ক উন্মোচনে তার গবেষণা বৈজ্ঞানিক চিন্তায় বিপ্লব ঘটিয়েছিল। পাশাপাশি তিনি জলবায়ু পরিবর্তন ও বন ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং বিশ্বজুড়ে প্রকৃতি সংরক্ষণে অক্লান্ত পরিশ্রম করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, ‘তিনি মানবতা ও প্রকৃতির জন্য এক অসাধারণ উত্তরাধিকার রেখে গেছেন।’
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শোকবার্তায় বলেছেন, ‘প্রকৃতি হারাল তার অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠস্বর। তার কাজ পৃথিবীতে তার শারীরিক অনুপস্থিতির পরও প্রভাব বিস্তার করবে।’
গ্রিনপিস তার মৃত্যুকে ‘হৃদয়বিদারক’ আখ্যায় দিয়ে জানিয়েছে, ‘তিনি আমাদের সময়ের একজন সত্যিকারের সংরক্ষণবাদী।’ গ্রিনপিস ইউকের সহ-নির্বাহী পরিচালক উইল ম্যাককালাম বলেন, ‘ড. গুডঅলের উত্তরাধিকার শুধু বিজ্ঞানে নয়, প্রকৃতি রক্ষা ও একটি উন্নত বিশ্ব গড়ার বৈশ্বিক আন্দোলনেও বিরাজমান।’
১৯৩৪ সালে লন্ডনে জন্ম নেওয়া জেন গুডঅল শৈশবে প্রাণীর প্রতি গভীর আগ্রহী হয়ে ওঠেন। তানজানিয়ায় শিম্পাঞ্জিদের ওপর তার যুগান্তকারী গবেষণা প্রচলিত বৈজ্ঞানিক ধারণাকে চ্যালেঞ্জ করে এবং বিবর্তন বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করে।
তিনি ১৯৭৭ সালে জেন গুডঅল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যা শিম্পাঞ্জি সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। ২০০৩ সালে তিনি ডেম উপাধি পান এবং ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টিয়াল ফ্রিডম মেডাল লাভ করেন।
মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগেও তিনি নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন। ৩ অক্টোবর ক্যালিফোর্নিয়ায় তার বক্তৃতা দেওয়ার কথা ছিল। অনুষ্ঠানের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল।
পূর্বের পোস্ট :