দায়িত্বে অবহেলার’ অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন মেয়র শাহাদাত হোসেন।মেয়রের অভিযোগ, কর নির্ধারণে অনিয়মের তদন্তে তিনি অবহেলা করেছেন। সোমবার জারি করা নোটিসে বলা হয়, ২০২৩ সালের ২৮ মে কর নির্ধারণে অনিয়মের অভিযোগ ওঠে। কিন্তু চলতি বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্তও তিনি তদন্ত প্রতিবেদন দাখিল বা দায়ীদের শনাক্তে কোনো ব্যবস্থা নেননি।নোটিসে উল্লেখ করা হয়, এর ফলে সিটি করপোরেশন বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে এবং দোষীদের সময়মতো শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। এতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ৬২ (২) ধারায় তার দায়িত্বে অবহেলা স্পষ্ট হয়েছে।নোটিস পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘অভিযোগ ওঠার সময় থেকেই তিনি দায়িত্বে ছিলেন। কিন্তু বিষয়টি আমাকে জানাননি। আমি জানুয়ারি মাসে বিষয়টি জানতে পেরে পুনরায় তদন্ত কমিটি গঠন করি। কিন্তু গত ৮-৯ মাসেও প্রতিবেদন দাখিল হয়নি।’তিনি আরও বলেন, ‘প্রশিক্ষণে যাওয়ার পর সচিব ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়ার পরই আমরা ...