ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর থেকে ঢাকাগামী সব বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। শুক্রবার রাতে একজন জুলাইযোদ্ধাকে ঘিরে পরিবহন শ্রমিকের অশালীন আচরণ এবং এর জেরে শ্রমিক গ্রেপ্তারের ঘটনায় এ ধর্মঘট শুরু হয়।
হালুয়াঘাটের জুলাইযোদ্ধা আবু রায়হান শুক্রবার রাতে বাসে ওঠার সময় ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগার পর তাকে অপমানজনকভাবে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাতেই ময়মনসিংহের মাসকান্দায় বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন পুলিশ অরুণ ঝন্টুকে আটক করে। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা শনিবার সড়ক অবরোধ করে ধর্মঘটে যায়, ফলে চার জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ যানজটে যাত্রীরা অসহায় অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল, দোষীদের বিচার, জুলাই অভ্যুত্থানে শহীদ সাগর হত্যা মামলার আসামি আমিনুল হক শামীমের গ্রেপ্তার এবং তার মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের বাস চলাচল বন্ধ রাখা।
অন্যদিকে পরিবহন শ্রমিকরা আটক সহকর্মীর মুক্তি ও নিরাপত্তার দাবি জানান।
বিকেলে উভয়পক্ষের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়, আপাতত আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস চলাচল বন্ধ থাকবে। তবে ধর্মঘট পুরোপুরি প্রত্যাহার না হওয়ায় যাত্রী দুর্ভোগ এখনও কাটেনি।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।
পূর্বের পোস্ট :