এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করতে একমত হয়েছেন শিক্ষা বোর্ড প্রধানরা।

বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নুরুল হক জানান, “সব বোর্ডই ফল প্রকাশের কাজ প্রস্তুত করেছে; যেহেতু পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের নিয়ম। সার্বিক বিবেচনায় আমরা আগামী বৃহস্পতিবার ফল প্রকাশের বিষয়ে একমত হয়েছি।”

তিনি বলেন, “১৬ অক্টোবর ফল প্রকাশের প্রস্তাব করা হবে। সরকারের অনুমোদন পেলে ওই দিনই ফল প্রকাশ হবে। বিকল্প কোনো দিনের কথা প্রস্তাবে থাকবে না।”

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ শিক্ষা মন্ত্রণালয়কে পাঠাবে। সরকারের অনুমোদন পেলে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে।”

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী জানান, “পাবলিক পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। যদি ফল প্রকাশ অনুষ্ঠানে সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা উপস্থিত থাকেন, তবে তারিখের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় সংশ্লিষ্ট দপ্তরের সম্মতিতে।”

গত ২৬ জুন থেকে শুরু হওয়া এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা ১৯ আগস্ট শেষ হয়। এ পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।