ঢাকার মৌচাক মোড়ের ফরচুন শপিংমল থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি হওয়ার অভিযোগ করেছে শম্পা জুয়েলার্স।

ভোরে ঘটনার সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, বোরকা পরা দুই ব্যক্তি শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করছেন। দোকান মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস জানান, মোট ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।

তিনি বলেন, “ডিসপ্লেতে প্রায় ৪০০ ভরি স্বর্ণালংকার ছিল। ভেতরে আরও ১০০ ভরি গ্রাহকদের কাছ থেকে বন্ধক হিসেবে রাখা স্বর্ণ ছিল। এছাড়া চোরেরা কিছু নগদ টাকা নিয়েছে।”

চড়তে থাকা সোনার বাজারে এই চুরি যাওয়া স্বর্ণালংকারের মূল্য প্রায় ১০ কোটি টাকা।

দোকান মালিক জানান, বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় ফেরেন। ভোরে মার্কেটের সিকিউরিটি গার্ডের কল পাওয়ার পর দোকানে গিয়ে দেখেন সবকিছু লুট হয়ে গেছে।

ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, “দোকানের মালিক অভিযোগ করেছেন, তার দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।”