৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ১০ হাজার ৬৪৪ জন। রোববার রাতে এ ফল প্রকাশ করে পিএসসি।
আগেই জানানো হয়েছিল, ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
তরুণদের কাছে বিসিএস শুধু একটি পরীক্ষা নয়, এটি ভবিষ্যতের স্বপ্নপূরণের পথ। সেই স্বপ্নযাত্রার প্রথম ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এবারে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।
ক্যাডার ও নন-ক্যাডার পদ
বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার শূন্য পদ রয়েছে ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ২০১টি। অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট নিয়োগ দেওয়া হবে ৩ হাজার ৬৮৮ জনকে। এবারের বিসিএসে কয়েকটি নতুন পদও যোগ হয়েছে। তবে পদসংখ্যা তুলনামূলক বেশি হলেও প্রতিযোগিতা কঠিন হবে বলে ধারণা করছেন চাকরিপ্রার্থীরা। কারণ, প্রতিবছর আবেদনকারীর সংখ্যা বাড়ছে এবং যোগ্য প্রার্থীর ভিড়ও ঘন হচ্ছে।
রোডম্যাপ ঘোষণা
পিএসসি এক বছরে একটি বিসিএস সম্পন্ন করার রোডম্যাপ ঘোষণা করেছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিবছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং পরের বছরের অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সেই ধারাবাহিকতায় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ছিল ২৮ সেপ্টেম্বর ২০২৫।
এর আগেই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ২০২৪ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল ৯ মে, অর্থাৎ পরীক্ষার মাত্র ১৩ দিন পর।