বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা আরোপের সম্প্রতি চাউর হওয়া সংবাদটি তা সঠিক নয় বলে জানিয়েছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি দূতাবাসের নজরে এসেছে, ‘বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে’ বা সমার্থক শিরোনামে বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে।
এসব সংবাদের উৎস হিসেবে ‘ইউএই ভিসা অনলাইন ডটকম’ নামের একটি তথাকথিত ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটে প্রচারিত একটি প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে।
দূতাবাস সংশ্লিষ্ট সবাইকে অবগতির জন্য জানাচ্ছে যে, ওই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিক নয়। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ধরনের কোনো ঘোষণা আমিরাতের কোনো কর্তৃপক্ষ প্রদান করেনি, জানিয়েছে দূতাবাস।
বাংলাদেশ দূতাবাস আরও জানায়, ‘ইউএই ভিসা অনলাইন ডটকম’ ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা গেছে, এর নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, কারিগরি যোগাযোগের ঠিকানা ও নম্বরও যুক্তরাজ্যের, নিবন্ধকের যোগাযোগ নম্বর যুক্তরাষ্ট্রের এবং ওয়েবসাইটে প্রদত্ত কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের। কোম্পানির প্রধান কার্যালয়ের যে ঠিকানা দেওয়া হয়েছে, তা দুবাইয়ের— কিন্তু দূতাবাস নিশ্চিত করেছে যে উক্ত ঠিকানায় ব্যবহার করা বিল্ডিং/বাড়ি নম্বরের কোনো অস্তিত্ব নেই।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোম্পানিটির অতীত কর্মকাণ্ডের ওপর গ্রাহকদের পর্যালোচনা দূতাবাসের কাছে রয়েছে। বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ গ্রাহক আর্থিকভাবে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের এই ধরনের ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিচ্ছে দূতাবাস।
একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তথ্য বা সংবাদ প্রচার কিংবা শেয়ার করার ক্ষেত্রে আরও দায়িত্ববান হওয়ার অনুরোধ জানানো হয়েছে।