চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন ডেপুটি কমিশনার (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়ালকে চট্টগ্রামে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসেনকে নরসিংদী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর জেলা প্রশাসক করা হয়েছে।
এদিকে, পৃথক আরেক প্রজ্ঞাপনে এত দিন চট্টগ্রামের ডিসি হিসেবে দায়িত্ব পালন করা ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে। আর নরসিংদীর ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদে সামনে আরও পরিবর্তন আনা হবে। বিশেষ করে নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে এই পদে ব্যাপক রদবদল হতে পারে।
এর আগে গেল ১৫ সেপ্টেম্বর কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসকদের বদলি করে পদোন্নতিসহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়। গত ২৫ আগস্ট ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে তিন জেলার ডিসিকে অন্য তিন জেলায় বদলি করা হয়েছে। আর তিন জেলায় তিনজন উপসচিবকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।