হাটহাজারী মাদ্রাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, দেশকে অস্থিতিশীল করার বহুমাত্রিক পরিকল্পনার অংশ হিসেবে ধর্মীয় মতপার্থক্য কেন্দ্রিক সংঘাত সৃষ্টি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে।

রবিবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মবার্ষিকি মানবতার জন্য একটি শুভ সূচনা। আমরা এই দিনের আনন্দে উদ্বেলিত। কিন্তু পালন করার রীতি ও প্রথা নিয়ে নানা মতভেদ আছে। একইভাবে ইসলামে এর ব্যাখ্যা নিয়েও নানামত রয়েছে। তবে সেগুলোকে কেন্দ্র করে উম্মাহর মধ্যে ফাটল তৈরি করা এবং উম্মাহর একটি অংশকে শত্রু জ্ঞান করার মানসিকতা ভয়ংকর ও ইসলামের চেতনা বহির্ভূত। গতকাল হাটহাজারী মাদ্রাসার ওপরে যেভাবে হামলা করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

তিনি বলেন, বাংলাদেশে ইসলাম প্রসারে এবং আওয়ামী ফ্যাসিবাদ উৎখাতে হাটহাজারী মাদ্রাসার অবদান শীর্ষে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসার সবচেয়ে রক্তময় নজরানা হাটহাজারী মাদ্রাসার নেতৃত্বেই পেশ করা হয়েছে। সেই হাটহাজারী মাদ্রাসার প্রতি যে কটাক্ষ ও অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়েছে এবং যে মানসিকতা থেকে করা হয়েছে তা ঘৃণ্য অপরাধ। বাংলাদেশের একটি শ্রেণী অব্যাহতভাবে দেশের প্রধান ইসলামী চিন্তাধারার প্রতি নানারকম বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে। তারই একটি সহিংস প্রতিক্রিয়া হলো হাটহাজারী মাদ্রাসার ওপরে হামলা। ইসলামী আন্দোলন মনে করে, ইসলামের ভেতরকার মতভেদ নিয়ে পরস্পরের প্রতি বিদ্বেষ চর্চা পরিহার করতে হবে।

মাওলানা গাজী আতাউর রহমান হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা কুশলতা ও দ্রুততার সাথে উত্তেজনা কমিয়ে আনতে চেষ্টা করেছেন এবং কোনো উস্কানিতে শিক্ষার্থীদের পা দিতে দেননি।

তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বহুমাত্রিক চক্রান্ত চলমান। ধর্মীয় মতপার্থক্য কেন্দ্রিক সংঘাত তৈরি করা তারই একটি অংশ হতে পারে। ফ্যাসিবাদ দেশকে অস্থির করতে এবং দেশকে অকার্যকর করতে এ ধরণের উত্তেজনার সুযোগ নিতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এই ঘটনার পেছনের কারণ উদঘাটন করার আহ্বান জানান এবং অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি করেন।