সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজকীয় ক্ষমা ঘোষণা করে ৪৪০ জন বাংলাদেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছেন। ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, ইউএই’র ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে এই ক্ষমা ঘোষণা করা হয়। প্রতি বছর ২ ডিসেম্বর ‘ঈদ আল ইত্তিহাদ’ নামে জাতীয় দিবসটি উদযাপন করা হয়। ১৯৭১ সালে সাতটি আমিরাতের ঐতিহাসিক একত্রীকরণের স্মরণে দিনটি পালিত হয়ে আসছে।

বিবৃতিতে বলা হয়, এই রাজকীয় ক্ষমা ইউএই নেতৃত্বের মানবিক দৃষ্টিভঙ্গি ও ক্ষমাশীলতার প্রতিফলন। এর মাধ্যমে মুক্তিপ্রাপ্ত বন্দিরা নতুন করে জীবন শুরু করার পাশাপাশি আবার তাদের পরিবার ও সমাজে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

জাতীয় দিবসের আয়োজনের অংশ হিসেবে ইউএইজুড়ে বিভিন্ন কারাগারে আটক হাজারো বন্দিকে ক্ষমা করা হয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ সম্মিলিত ক্ষমা উদ্যোগ বলে উল্লেখ করেছে দূতাবাস।

ইউএইতে জাতীয় দিবস ও দুই ঈদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উপলক্ষে নিয়মিতভাবে রাজকীয় ক্ষমা ঘোষণা করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্ষমা প্রদর্শন, পারিবারিক পুনর্মিলন এবং সমাজে পুনঃএকীভূত হওয়ার সুযোগ সৃষ্টি করা।

২০২৫ সালের শেষভাগে নেওয়া সর্বশেষ ক্ষমা কর্মসূচির আওতায় বিভিন্ন দেশের বন্দিদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকরাও মুক্তি পেয়েছেন, যা তাদের জন্য নতুন করে পথচলার সুযোগ এনে দিয়েছে।