আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সীমান্ত দিয়ে অস্ত্র পাচারের চেষ্টা বেড়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত এসব অস্ত্র জব্দ করছে।

সোমবার সাংবাদিকদের তিনি বলেন, “সীমান্ত দিয়ে কিছু অস্ত্র ঢোকার চেষ্টা হচ্ছে। তবে প্রায় প্রতিদিনই সেগুলো উদ্ধার করা হচ্ছে।”

রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, “প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবেন। তারা পুরোপুরি প্রস্তুত।”

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা এবং নির্বাচন সামনে রেখে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘটনার মূল আসামি এখনও পলাতক থাকলেও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।

সাম্প্রতিক বোমা হামলার ঘটনা নির্বাচন ব্যাহত করতে পারে কি না—এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন বানচালের চেষ্টা নতুন কিছু নয়।

তিনি বলেন, “ফ্যাসিস্ট শক্তি সব সময় নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করে। তবে জনগণের সহযোগিতা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নির্বাচন হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর।”

সরকার একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত।