রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সোমবার চাঁদাবিরোধী মানববন্ধন চলাকালে ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টার দিকে ‘ইসলামিয়া শান্তি সমিতি’র ব্যানারে কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে চাঁদাবিরোধী মানববন্ধনে অংশ নেন প্রায় ১৫০ থেকে ২০০ জন।

একপর্যায়ে দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে লাঠিসোঁটা হাতে একদল লোক মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, তেজগাঁও ইউনিট যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব আব্দুর রহমান গত বছরের ৫ আগস্ট থেকে কারওয়ান বাজারের স্থানীয় ব্যবসায়ীদের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইশাইনু মারমা।