ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় আগামী সাত থেকে দশ দিনের মধ্যেই চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।
রোববার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম বলেন, “আগামী সাত থেকে দশ দিনের মধ্যেই আমরা চার্জশিট জমা দিতে পারব, ইনশাআল্লাহ।”
তিনি জানান, সরকার ইতোমধ্যে এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালনার ঘোষণা দিয়েছে। সে লক্ষ্যেই পুলিশ কাজ করছে।
“এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে,” যোগ করেন তিনি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় একটি নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের সময় দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর স্থানীয় সময় রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
এ ঘটনায় পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, মামলার প্রধান সন্দেহভাজন ও চিহ্নিত শুটার ফয়সালের বাবা-মাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে ফয়সাল ও তার এক সহযোগী এখনো পলাতক। পুলিশের ধারণা, তারা ভারতে পালিয়ে গেছে। পলাতকদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বের পোস্ট :