গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের মনোনয়ন প্রত্যাশী ও ইনকিলাব মঞ্চের সাধারণ সম্পাদক ওসমান হাদীর বেঁচে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) চিকিৎসকরা।

শুক্রবার হাদীর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ঢামেকের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, হাদীর মাথার ভেতর থেকে এখনো গুলি বের করা যায়নি। তিনি আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় আছেন।

ঢামেকের আরেক চিকিৎসক সাব্বির হোসেন সাগর বলেন, “হাদী বর্তমানে যে অবস্থায় আছে এটিকে ব্রেইন ডেড অবস্থা বলা চলে। গভীর কোমার মধ্যে আছেন তিনি, যেখান থেকে ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ।”

শুক্রবার জুমার পর রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণা চালানোর সময়ে গুলিবিদ্ধ হোন হাদী। দুর্বৃত্তরা তার বাম কানের নিচে একটি গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়।

এদিকে হাদীর ওপর আক্রমণকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।