ঢাকার মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।

“আমাদের সাতটি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।”

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি রাশেদ।