বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মূল অফিস বিনিয়োগ ভবনে ১৫০ কিলোওয়াটের সৌর বিদ্যুৎ সিস্টেম স্থাপন করবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিডা এবং ডেসকোর মধ্যে এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
বিডার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পরিচালক মারুফুল আলম এবং ডেসকোর পক্ষে স্বাক্ষর করেন কোম্পানি সচিব প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান।
চুক্তির আওতায় বিডা ভবনের ছাদে ৯১০৫ বর্গফুট এলাকা জুড়ে ১৫০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন একটি সোলার সিস্টেম স্থাপন করা হবে।
প্রকল্পটি বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে ডেসকো। ২০ বছরের মেয়াদে বাস্তবায়িত এই প্রকল্পে প্রায় ৮৯ লক্ষ টাকা ব্যয়ে সিস্টেম স্থাপন করা হবে এবং মেয়াদকালে রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপন বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৭ লক্ষ টাকা।
এই প্রকল্প থেকে ২০ বছরে আনুমানিক ২৮ লাখ ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে, যার অর্থমূল্য প্রায় ২ কোটি ৯৯ লক্ষ টাকা। উৎপাদিত বিদ্যুতের ৯০ শতাংশ ব্যবহার করবে ডেসকো এবং অবশিষ্ট ১০ শতাংশের মূল্য বিডাকে প্রদান করা হবে। পাশাপাশি অর্জিত কার্বন ক্রেডিট সমানভাবে ভাগ হবে দুই প্রতিষ্ঠানের মধ্যে।
প্রকল্পের কাজ ১ অক্টোবর টেন্ডার আহ্বানের মাধ্যমে শুরু হবে। আগামী বছর ৩১ জানুয়ারি উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকারের ঘোষিত লক্ষ্য—২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ—পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করে বিডা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
আশিক বলেন, এই প্রকল্পটি সরকারি দপ্তরের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যা ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও মডেল হিসেবে কাজ করবে।