ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সামগ্রিক লেনদেন বাড়লেও সূচকের পতন হয়েছে, দাম কমেছে বেশির ভাগ কোম্পানির।

সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৭ পয়েন্ট। বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ২ এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৭ পয়েন্ট।

লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির বেশির ভাগের দাম নিম্নমুখী; ১২৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত আছে ৮৪ কোম্পানির শেয়ারের দাম।

এ, বি, জেড—তিন ক্যাটাগরিতেই বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। সর্বোচ্চ লভ্যাংশ দেওয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরিতে ৬৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ১০৩টির।

ব্লক মার্কেটে ২৭ কোম্পানির ২০ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। ফাইন ফুডস লিমিটেড সর্বোচ্চ ৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট, যা গত দিন ছিল ৬৭৪ কোটি টাকা।

৭ শতাংশের ওপরে দর বেড়ে ডিএসইতে শীর্ষে এনভয় টেক্সটাইল লিমিটেড এবং ৮ শতাংশ দাম কমে তলানিতে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ঢাকার মতোই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৮ পয়েন্ট।

সারাদিনে সিএসইতে ২২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা গত দিন ছিল ১১ কোটি টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে রূপালী লাইফ ইনশিওরেন্স এবং ৯ শতাংশের ওপরে দর হারিয়ে তলানিতে ফিনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড।\