ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগুনের তদন্তে সহযোগিতার জন্য আগত আট সদস্যের তুর্কি দল তাদের কাজ শেষ করেছে।

বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন আজ জানিয়েছেন, তুর্কি দল আগামী দুই-তিন দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে।

তিনি আরও জানান, সরকার নিজস্ব একটি তদন্ত প্রতিবেদনও তৈরি করছে, যা শীঘ্রই প্রকাশিত হবে। এই সরকারি প্রতিবেদনকে মূল হিসেবে ধরা হবে।

অক্টোবর ১৮ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (হসিআইএ) ইমপোর্ট কার্গো কমপ্লেক্সে একটি বড় আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল ৩৭টি দমকল ইউনিটের মাধ্যমে, যেখানে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সহায়তাও ছিল।

আগুনে বিশেষ করে পোশাক ও ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য আসা আমদানিকৃত মালামাল ধ্বংস হয়েছে। দেশের শীর্ষ পোশাক প্রস্তুতকারকরা ক্ষতির পরিমাণ কমপক্ষে ১০০ কোটি মার্কিন ডলার বলে দাবি করেছেন। তারা জানিয়েছেন, আগুনের কারণে কাঁচামালের সরবরাহে ব্যাঘাত ঘটায় তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যাল উৎপাদন দুই মাস পর্যন্ত বিলম্বিত হতে পারে।

আগুন লাগার পরই যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, তুরস্ক ও চীনের বিশেষজ্ঞদের তদন্তের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বর্তমানে বিমানবন্দর কার্গো কমপ্লেক্স থেকে বিকল্প ব্যবস্থার মাধ্যমে পণ্য মুক্তি দেওয়া হচ্ছে এবং শীঘ্রই সাধারণ কার্যক্রম পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এই বিমানবন্দর আগুনের আগে এ মাসের শুরুতেই ঢাকায় ও চট্টগ্রামে দুটি বড় কারখানার আগুন লেগেছিল। ঢাকায় একটি কারখানার আগুনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছিল।