পাবনায় ট্রাকের চাপায় স্কুল শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা–পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন।

নিহতরা হলেন— পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবু তোহা এবং ভ্যানচালক আকরাম হোসেন।

ওসি আব্দুস সালাম বলেন, ‘সকালে একটি অটোরিকশা ভ্যানে করে কয়েকজন শিক্ষার্থী পাবনা ক্যাডেট কলেজের দিকে যাচ্ছিল। পথে বাঁশবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন পাবনা–ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি আব্দুস সালাম জানিয়েছেন।