দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানায় অধিদপ্তর। বুলেটিনে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দুপুরে বলেন, ‘লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’
বাংলাদেশে এর প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটির গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে। পরে স্থলভাগ পেরিয়ে বাংলাদেশের দিকে একটি অংশ আসতে পারে। তাতে দেশের পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ২৯ অক্টোবরের দিকে।’
এর আগে সকালে প্রকাশিত নিয়মিত বুলেটিনে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বের পোস্ট :