দীর্ঘ ১৪ বছর পর খুলনায় চালু হলো নতুন জেলা কারাগার। শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এ কারাগারে আপাতত সাজাপ্রাপ্ত ১০০ বন্দি রাখা হবে। জনবল সংকটের কারণে পুরনো কারাগারের পাশাপাশি নতুনটিও সীমিত পরিসরে চালু হচ্ছে।খুলনা জেলা কারাগারের জেলার মোহাম্মদ মুনীর হুসাইন বলেন, সরকার নীতিগতভাবে খুলনায় দুটি কারাগার চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত বর্তমান কারাগারের কর্মকর্তারাই উভয় কারাগারের দায়িত্ব পালন করবেন।ভৈরব নদীর তীরে ১৯১২ সালে নির্মিত পুরনো কারাগারে ধারণক্ষমতা ৬৭৮ জন হলেও বর্তমানে আছেন এক হাজার ৪০০-এর বেশি বন্দি। ১১৩ বছরের পুরনো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় ঝুঁকি এড়াতে নতুন কারাগার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।প্রকল্পের তথ্য অনুযায়ী, নতুন কারাগারে রয়েছে মোট ৫৭টি ভবন, যার মধ্যে বন্দিদের রাখার জন্য ১১টি ভবন। এখানে সর্বোচ্চ চার হাজার বন্দি রাখা সম্ভব হবে। প্রথম ধাপে দুই হাজার বন্দির জন্য অবকাঠামো প্রস্তুত করা হয়েছে। পরবর্তী ধাপে পৃথক প্রকল্পের মাধ্যমে অবশিষ্ট স্থাপনা নির্মাণ করা হবে।জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান জানান, কারাগার পরিচালনার জন্য ৬০০ জনবলের চাহিদাপত্র পাঠানো হয়েছে। বর্তমানে ...