ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সোমবার রাত আড়াইটার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিট ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেলে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।
ব্রিজের কুড়ির মতো বাঁকা রাস্তায় উল্টে যাওয়া এই বাসে ৩৪ জন যাত্রী ছিলেন। উদ্ধার ও ত্রাণ সংস্থা প্রধান বুদিয়ানো জানিয়েছেন, দুর্ঘটনার ধাক্কায় অনেক যাত্রী সিট থেকে ছিটকে পড়ে গিয়েছেন এবং অনেকে বাসের ভেতর ফাঁস হয়ে গিয়েছিলেন।
পুলিশ ও উদ্ধারকারী দল প্রায় ৪০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। ছয়জন ঘটনাস্থলেই মারা যান, পরে হাসপাতালে নেওয়ার সময় আরও ১০ জনের মৃত্যু হয়। আহত ১৮ যাত্রীর মধ্যে পাঁচজনের অবস্থা সংকটজনক, ১৩ জনের অবস্থা গুরুতর।
কেন্দ্রীয় জাভা পুলিশ প্রধান রিবুত হরি উইবোও জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। চালক বদলি ছিলেন এবং গুরুতর আহত হলেও কথা বলতে সক্ষম ছিলেন। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং চালকের কাছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, পাশাপাশি ড্রাগসহ অন্যান্য বারণকৃত পদার্থের উপস্থিতি পরীক্ষা করা হবে।
পূর্বের পোস্ট :