শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে বেশ কয়েকটি উড়োজাহাজ সিলেটে অবতরণ করেছে। সেখানে আটকাপড়া যাত্রীদের ঢাকায় পাঠাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।
শনিবার রাতে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনে অতিরিক্ত একটি বগি যুক্ত করা হয়, যা শুধুমাত্র বিমানযাত্রীদের জন্য বরাদ্দ করা হয়েছে।
সন্ধ্যায় সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সাংবাদিকদের বলেন, “ঢাকায় বিমানবন্দরে দুর্ঘটনা ঘটায় কয়েকটি ফ্লাইট সিলেটে জরুরি অবতরণ করেছে। এসব ফ্লাইটের যাত্রীদের ঢাকায় যাওয়ার জন্য ট্রেনে বিশেষ বগির ব্যবস্থা করা হয়েছে। তারা প্ল্যাটফর্মে এসে টিকিট সংগ্রহ করতে পারবেন।”
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ জানান, বিকাল ৩টা ৩১ মিনিটে রিয়াদ থেকে ৩৯৬ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। এরপর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ১৫৩ জন এবং ৬টা ১৫ মিনিটে মালয়েশিয়া থেকে ৭৫ জন যাত্রী নিয়ে ইউএস বাংলার দুটি ফ্লাইট সিলেটে নামে।
তিনি বলেন, “সিলেটে বিমান অবতরণের যথেষ্ট সক্ষমতা আছে। যাত্রীদের লাউঞ্জে বসানো হয়েছে।”
অন্যদিকে, শাহজালালে আগুনের কারণে শনিবার সন্ধ্যা পর্যন্ত সিলেট থেকে ঢাকাগামী তিনটি ফ্লাইট ছেড়ে যেতে পারেনি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
দক্ষিণ সুরমার বাসিন্দা আব্দুস সামাদ বলেন, “রাতেই ঢাকা থেকে কোরিয়া যাওয়ার ফ্লাইট ছিল। শাহজালালে আগুন লাগায় তা মিস হয়ে যাবে। এতে আমি বড় ঝামেলায় পড়েছি।”
ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম জানান, শনিবার দুপুর সোয়া ২টার দিকে শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেইটে আগুন লাগে। ৩৬টি ইউনিট সাত ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
পূর্বের পোস্ট :