দুর্ঘটনায় হেফাজতে ইসলামের এক নেতা নিহত হওয়ার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সংগঠনটির কর্মীরা।

বুধবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি সড়কের হাটহাজারী অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ বলেন, ‘সকাল থেকেই তারা সড়ক অবরোধ করেন। পরে হাটহাজারী থানায় আলোচনা শেষে তারা অবরোধ তুলে নিতে রাজি হন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতের নেতা-কর্মীরা বাস স্ট্যান্ড সংলগ্ন ত্রিবেণী মোড় এবং দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সামনে সড়ক অবরোধ করে রাখেন।

এতে চট্টগ্রাম থেকে রাঙামাটি ও খাগড়াছড়িমুখী সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

এর আগে মঙ্গলবার বিকালে রাউজানের গহিরা এলাকায় একটি বিদ্যালয়ের সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সোহেল চৌধুরী নিহত হন। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ছিলেন।

ওই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৮টা থেকে সংগঠনের কর্মীরা হাটহাজারীতে অবরোধ শুরু করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সঙ্গে রাঙামাটি ও খাগড়াছড়ির পথে যান চলাচল স্বাভাবিক হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।