পুঁজিবাজারে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ঢাকা–চট্টগ্রাম দুই বাজারেই সূচকের উত্থান হলেও ধীরে ধীরে শুরু হয় পতন; লেনদেন শেষ হয়েছে সূচকের বড় পতনে। দাম কমেছে বেশির ভাগ কোম্পানির, আর ঢাকার বাজারে হয়েছে মাসের সর্বনিম্ন লেনদেন।

সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৮ পয়েন্ট। বাকি দুই সূচক—শরিয়াভিত্তিক ডিএসইএস ১৯ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস–৩০ কমেছে ২৩ পয়েন্ট।

ডিএসইতে সারাদিনে ৬২১ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা এ মাসে সর্বনিম্ন।

লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির বেশির ভাগের দাম কমেছে; ৩৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩০৭টির এবং অপরিবর্তিত আছে ৫০ কোম্পানির শেয়ারের দাম।

এ, বি, জেড—তিন ক্যাটাগরিতেই বেশির ভাগ কোম্পানির দরপতন হয়েছে। সর্বোচ্চ লভ্যাংশ দেওয়া এ ক্যাটাগরির ২৪ কোম্পানির দাম বাড়ার বিপরীতে কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত আছে ২২ কোম্পানির শেয়ারের দাম।

ব্লক মার্কেটে ২৮ কোম্পানির ২৯ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ ১৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

৫ শতাংশ দাম বেড়ে ঢাকার বাজারে শীর্ষে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ৯ শতাংশের বেশি দর হারিয়ে তলানিতে ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বড় দরপতন হয়েছে; সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৩৮ পয়েন্ট।

লেনদেনে অংশ নেওয়া ২১৪ কোম্পানির মধ্যে বেশির ভাগের দাম কমেছে। ৩২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত আছে ২১ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে ১৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১২ কোটি টাকা।

৯ শতাংশের বেশি দর বেড়ে সিএসইতে শীর্ষে সেনা ইনস্যুরেন্স পিএলসি এবং ১০ শতাংশের বেশি দর হারিয়ে তলানিতে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।