সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাবৃন্দ, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গভীর ব্যক্তিগত শোকের মধ্যেও সংশ্লিষ্ট সবার দায়িত্বশীলতা ও পেশাদার আচরণ জাতিকে খালেদা জিয়ার শেষ বিদায় সম্মানের সঙ্গে সম্পন্ন করতে সহায়তা করেছে।

তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের দীর্ঘ সময় ধরে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার জন্য ধন্যবাদ জানান।

পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র‌্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, তাঁদের ধৈর্যশীল ও সম্মানজনক দায়িত্ব পালনের ফলে বিপুল সংখ্যক মানুষ নিরাপদে শ্রদ্ধা জানাতে পেরেছেন।

ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের নীরব ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন, যা নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ছিল বলে জানান।

এ ছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়, এসএসএফ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গণমাধ্যমকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, বিশাল জনসমাগমের মধ্যেও দেশি-বিদেশি সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করেছেন।

তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সদস্যদের জানাজায় উপস্থিত থাকা এবং জাতীয় শোকের এই সময়ে দিকনির্দেশনা দেওয়ার জন্যও ধন্যবাদ জানান।