থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে বুধবার সন্ধ্যা ৭টা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বিকালে এক বার্তায় জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে সন্ধ্যা ৭টা থেকে মেট্রোরেল চলাচলের শেষ সময় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামবে না। শাহবাগ থেকে মেট্রো সরাসরি সচিবালয় গেটে থামবে।
রাত ১০ টা ১০ মিনিট পর্যন্ত অন্যান্য দিনের মতো স্বাভাবিক নিয়মে মেট্রো চলাচল করবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।
পূর্বের পোস্ট :