ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ওসমান হাদির স্ত্রী-সন্তানের সব দায়িত্ব সরকার নেবে।
“ওসমান হাদির মৃত্যুতে আমরা শোকাহত। শুক্রবার জুমার নামাজের পর হাদির রূহের মাগফিরাত কামনা করে প্রতিটি মসজিদে দোয়া হবে। শনিবার হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো,” রাত ১১:২০ মিনিটে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন প্রধান উপদেষ্টা।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আপনারা ধৈর্য্য ও সংযমের পরিচয় দিন। হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। কোনো গুজব বা অপপ্রচারে কান দিয়ে হঠকারী সিদ্ধান্ত নিবেন না।”
ফ্যাসিবাদের বিপক্ষে হাদি বিপ্লবের প্রতীক ছিল উল্লেখ করে উপদেষ্টা জানান, বিপ্লবীকে হত্যা করে গণতন্ত্রের এই যাত্রা বন্ধ করা যাবে না।
পূর্বের পোস্ট :