ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে ভোটারের সংখ্যা আগের নির্বাচনের চেয়ে ১ লাখ বেড়েছে। সে তুলনায় ভোটকেন্দ্র না বেড়ে উল্টো কমেছে।

সব আসন মিলিয়ে ভোটকেন্দ্র কমেছে ৫৮টি। দ্বাদশ সংসদ নির্বাচনে ২ হাজার ২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছিল।

রোববার পর্যন্ত সবশেষ তালিকা অনুযায়ী এবারের সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮৫ হাজার ১২৫। গত নির্বাচনে যা ছিল ৬৫ লাখ ৭৬ হাজার ৯২৫।

এবার মোট ভোটারের মধ্যে ৩৪ লাখ ৮৫ হাজার ৬৫ জন পুরুষ এবং ৩১ লাখ ৯৯ হাজার ৯৯১ জন নারী। এছাড়া হিজড়া ভোটার আছেন ৬৯ জন।

চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, গতবার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছিল। এবার হবে কাগজের ব্যালটে।

তিনি বলেন, ‘ইভিএমে ভোট গ্রহণ করতে হলে বেশি কেন্দ্রের প্রয়োজন হয়। যেহেতু কাগজের ব্যালটে ভোট গ্রহণ করা হবে, তাই কেন্দ্রের সংখ্যা স্বাভাবিকভাবেই কমেছে।’

কোন আসনে কত ভোটার

নির্বাচন কমিশনের সবশেষ তালিকা অনুযায়ী এবার চট্টগ্রামে সবচেয়ে বেশি ভোটার চট্টগ্রাম-৮ (বোয়ালখালী এবং নগরীর চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) আসনে। এ নির্বাচনী এলাকায় মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ জন।

অন্য আসনগুলোর মধ্যে চট্টগ্রাম-১ (মীরসরাই): ৩ লাখ ৮৬ হাজার ৬০৫ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): ৪ লাখ ৮৮ হাজার ৪৫৩ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): ২ লাখ ৬০ হাজার ৪৮৩ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং নগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ড): ৪ লাখ ৪৮ হাজার ৩৭৬ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী এবং নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড): ৫ লাখ ৩ হাজার ৫৩০ জন, চট্টগ্রাম-৬ (রাউজান): ৩ লাখ ৩৯ হাজার ৯৮৮ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): ৩ লাখ ১৯ হাজার ৮ জন।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া): ৪ লাখ ১৬ হাজার ৪৬৩ জন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং): ৪ লাখ ৯২ হাজার ৪৪৩ জন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন, চট্টগ্রাম-১২ (পটিয়া): ৩ লাখ ৫৩ হাজার ১৯৫ জন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): ৩ লাখ ৯৪ হাজার ৯৫০ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ এবং সাতকানিয়া উপজেলার কেওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর ও পুরানগড়): ৩ লাখ ১৩ হাজার ৪৩১ জন, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা): ৫ লাখ ৬ হাজার ২৫৯ জন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): ৪ লাখ ১১ হাজার ৯৩৪ জন।

ভোটার বাড়লেও কমেছে কেন্দ্র

এবার চট্টগ্রামের ১৬টি আসনের ভোটগ্রহণ হবে ১ হাজার ৯৬৫টি কেন্দ্রে।

এর মধ্যে চট্টগ্রাম-১ আসনে ১০৬টি, চট্টগ্রাম-২ আসনে ১৪১টি, চট্টগ্রাম-৩ আসনে ৮৩টি, চট্টগ্রাম-৪ আসনে ১২৪টি, চট্টগ্রাম-৫ আসনে ১৪২টি, চট্টগ্রাম-৬ আসনে ৯৫টি, চট্টগ্রাম-৭ আসনে ৯২টি, চট্টগ্রাম-৮ আসনে ১৭৯টি, চট্টগ্রাম-৯ আসনে ১২১টি, চট্টগ্রাম-১০ আসনে ১৩৯টি, চট্টগ্রাম-১১ আসনে ১৪৩টি, চট্টগ্রাম-১২ আসনে ১১৩টি, চট্টগ্রাম-১৩ আসনে ১১৮টি, চট্টগ্রাম-১৪ আসনে ১০০টি, চট্টগ্রাম-১৫ আসনে ১৫৭টি এবং চট্টগ্রাম-১৬ আসনে ১১২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

চট্টগ্রাম নির্বাচন কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ১ হাজার ৯৬৫টি কেন্দ্রে মোট ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৩৯৮টি।

তিনি বলেন, যেহেতু দুইটি ব্যালটে ভোট গ্রহণ করা হবে, তাই কক্ষের সংখ্যা কিছুটা বাড়তে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনার অপেক্ষায় আছেন তারা।