সাভার: রাত পোহালেই মহান বিজয় দিবস। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ধুয়ে-মুছে, রং-তুলির আঁচড়ে সাজানো হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। শহীদ বেদী ও গণকবর পরিষ্কার করা হয়েছে। ফুলের গাছ ও টব দিয়ে লাল-সবুজের আভায় সাজানো হয়েছে পুরো এলাকা।

সোমবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে দেখা যায়, রং ও সংস্কারকাজ শেষ হয়েছে। আলোকসজ্জা ও লেক সংস্কারের কাজও সম্পন্ন করা হয়েছে।

সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু বলেন, স্মৃতিসৌধ প্রাঙ্গণ সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। শহীদ বেদীতে শ্রদ্ধা জানানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন।

বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, মুক্তিযোদ্ধাসহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।

এদিকে বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। চার হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। সাদা পোশাকেও পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন।