প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা এবং পাম তেলের দাম লিটারে ১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের তেল উৎপাদক সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
রবিবার সন্ধ্যায় সংগঠনটি এক প্রেস রিলিজে জানিয়েছে, এখন থেকে প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়, যা আগে ছিল ১৮৯ টাকা।
এছাড়া খোলা তেলে দাম বেড়েছে লিটারে ৭ টাকা; বিক্রি হবে ১৭৬ টাকা প্রতি লিটার যা আগে ছিল ১৬৯ টাকা।
সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা, যা আগে বিক্রি হয়েছে ৯২২ টাকায়। সে হিসাবে পাঁচ লিটারের বোতলে দাম বেড়েছে ৩৩ টাকা।
দাম বেড়েছে পাম তেলেরও; লিটারে ১৬ টাকা দাম বেড়ে পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা, যা আগে ছিল ১৫০ টাকা।
সংগঠনটি জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ভোজ্যতেলের নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার সকাল থেকে দেশের বাজারে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
পূর্বের পোস্ট :