আগামী জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক প্রতিনিধি (পিআর) পদ্ধতিতে আয়োজনের দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এ বিষয়ে দেশের মানুষের মতামত জানতে গণভোট আয়োজনেরও দাবি জানান তিনি।

বৃহস্পতিবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানায় ইসলামী আন্দোলন।

দলটি জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা এবং বিচার চলাকালে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবি জানায়।

ফয়জুল করীম বলেন, ‘দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি চায়—এমন তথ্য একাধিক জরিপে উঠে এসেছে। এখন আমরা এ নিয়ে রাজপথে আন্দোলন করতে চাই না। গণভোটের ব্যবস্থা করে সাধারণ মানুষের ওপর রায় ছেড়ে দেওয়া উচিত। জনতা পিআর না চাইলে আমরাও আর দাবি তুলব না।’

তিনি অভিযোগ করেন, বিএনপি জনগণের ওপর আস্থা রাখতে পারছে না। বলেন, ‘বিএনপি যদি জনতার ওপর আস্থা রাখতে পারে, তাহলে পিআর নিয়ে তাদের সমস্যা কোথায়? তারা চাইলে ৯০ শতাংশ ভোট পেয়ে ২৭০ আসন নিয়ে এককভাবে দেশ চালাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিএনপি জনগণের ওপর আস্থা রাখতে পারছে না কেন?’

ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘যুগপৎ আন্দোলন মানে হলো একই দাবিতে যার যার মতো আন্দোলন করা। এটি কারও নেতৃত্বে হয় না। কেউ কেউ যুগপৎ আন্দোলনকে বিশেষ কোনো দলের নেতৃত্বে হচ্ছে বলে বর্ণনা করছেন, এটি সঠিক নয়।’

সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পল্টন মোড় ঘুরে আবার বায়তুল মোকাররমে এসে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

ফয়জুল করীম ঘোষণা দেন, শুক্রবার একই দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে এবং ঢাকার বাড্ডা ও ধোলাইখালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ইসলামী আন্দোলন।