গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) ঘোষণা করেছে। এ ঘোষণার মাধ্যমে তার নিরাপত্তার দায়িত্ব বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-কে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২০০৮ সালে নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কিছু সময়ের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার।
খালেদা জিয়া এক সপ্তাহ ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পূর্বের পোস্ট :