ত্রয়োদশ সংসদ নির্বাচনে ডাকযোগে ভোট দিতে প্রথম পর্বে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে থাকা ১৬ হাজারেরও বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি পোর্টালের তথ্য অনুযায়ী, পোস্টাল ভোট বিডি অ্যাপ চালুর পর রোববার সন্ধ্যা পর্যন্ত ৩৪টি দেশ থেকে ১৬ হাজারের বেশি নিবন্ধন করেছেন।
এদের মধ্যে অধিকাংশই পুরুষ; ১৫ হাজার ৩৭৭ জন এবং নারী এক হাজার ৪২১। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় সাত হাজার ৪০৯, জাপানে চার হাজার ২২৩, দক্ষিণ আফ্রিকায় দুই হাজার ১২০ ও চীনে এক হাজার ২২৯ জন রয়েছেন।
প্রথম পর্বের কার্যক্রম রোববার মধ্যরাতে শেষ হওয়ার কথা থাকলেও তা আরও পাঁচ দিন অর্থাৎ ২৮ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন।
প্রবাসী বাংলাদেশি ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তিদের জন্য গত মঙ্গলবার পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করা হয়। এতে নিবন্ধিতরা সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
প্রাথমিকভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের জন্য পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দেয় নির্বাচন কমিশন। প্রথম পর্বে ১৯ থেকে ২৩ নভেম্বর নিবন্ধনের সময় দেওয়া হয় পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশে থাকা প্রবাসী বাংলাদেশি ভোটারদের।
এদিকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশের ভোটার নিবন্ধন কার্যক্রম বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়েছে।
উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলোর ভোটাররা রোববার রাত ১২টা থেকে নিবন্ধন করতে পারবেন। একই সঙ্গে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের দেশগুলো থেকে নিবন্ধন প্রক্রিয়া ২৮ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।
পূর্বের পোস্ট :