বাংলাদেশে সাবেক সংসদ সদস্যদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)।
সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির গভর্নিং কাউন্সিলের ২১৬তম অধিবেশনে গত ২৩ অক্টোবর এই বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন হয় বলে জানিয়েছে কানাডাভিত্তিক বেসরকারি সংস্থা গ্লোবাল সেন্টার ফর ডেমোক্র্যাটিক গভার্নেন্স (জিসিডিজি)।
বুধবার এক বিজ্ঞপ্তিতে জিসিডিজি জানায়, সংস্থার প্রেসিডেন্ট গত ২ অক্টোবর জেনেভায় আইপিইউ মহাসচিব মার্টিন চুংগং ও মানবাধিকারবিষয়ক দলের সঙ্গে সাক্ষাৎ করে ১২২ জন সাবেক বাংলাদেশি সংসদ সদস্যের গ্রেপ্তারের বিষয়ে একটি প্রতিবেদন দেন। এর মধ্যে ১৫ জন নারী সংসদ সদস্যও রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে মুক্তিযোদ্ধা নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন গত ২৯ সেপ্টেম্বর কারা হেফাজতে মারা যান, আর আটজন অস্থায়ী জামিনে আছেন।
আইপিইউয়ের গভর্নিং কাউন্সিল বলেছে, অন্তর্বর্তী সরকার এমন ব্যবস্থা নেবে, যাতে আওয়ামী লীগসহ সব দলের নেতা-কর্মীরা নির্বাচনে সমানভাবে অংশ নিতে পারেন।
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থাটি।
পূর্বের পোস্ট :