ভারতের রাজধানী দিল্লিতে থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার ঘটনায় দেশটির এক কূটনীতিককে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার ঢাকায় ভারতীয় উপ-হাইকমিশনার পবন ভাদেকে ডেকে এ বিষয়ে অসন্তোষ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগে ডেকে শেখ হাসিনার ভারতীয় সংবাদমাধ্যমে বক্তব্য প্রচার বন্ধের অনুরোধ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দিল্লিতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়।’

তিনি আরও জানান, অবিলম্বে এই সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে।