আসছে ২০২৬ সালে মোট ২৮ দিন সরকারি ছুটি উপভোগ করবে বাংলাদেশের মানুষ। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “২০২৬ সালে নির্বাহী আদেশে ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়বে, ফলে কার্যদিবসে (উইক ডে) ছুটি থাকবে ১৯ দিন।”
চলতি ২০২৫ সালে মোট ছুটি ছিল ২৭ দিন—এর মধ্যে ১৩ দিন সাধারণ ছুটি এবং ১৫ দিন নির্বাহী আদেশে দেওয়া হয়। সেখানেও ৯ দিন পড়েছিল সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে।
প্রতি বছর শহীদ দিবস (২১ ফেব্রুয়ারি), স্বাধীনতা দিবস (২৬ মার্চ), মে দিবস (১ মে), বিজয় দিবস (১৬ ডিসেম্বর) ও নতুন করে যোগ হওয়া জুলাই অভ্যুত্থান দিবস (৫ আগস্ট) উপলক্ষে সাধারণ ছুটি থাকে।
এছাড়া ঈদুল ফিতর, ঈদুল আজহা, বুদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা, জন্মাষ্টমী, বড়দিন ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১ দিন করে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।
চলতি বছরে ঈদুল ফিতরে নির্বাহী আদেশে ৪ দিন ও ঈদুল আজহায় ৫ দিন ছুটি দেওয়া হয়েছিল। ফলে দুই ঈদ মিলিয়ে ১১ দিন ছুটি কাটাতে পেরেছে মানুষ।
দুর্গাপূজার নবমীতেও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়, এতে পূজার ছুটি বেড়ে দাঁড়ায় দুই দিনে।
এছাড়া বাংলা নববর্ষ, শবে বরাত, শবে কদর ও আশুরার মতো ধর্মীয় ও ঐতিহ্যবাহী দিবসেও নির্বাহী আদেশে ছুটি থাকবে আগামী বছর।
পূর্বের পোস্ট :