চলতি শীত মৌসুমে বাংলাদেশে অন্তত ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি)। এর মধ্যে তিনটি শৈত্যপ্রবাহ হতে পারে তীব্রকার ধরনের, যা দেশের উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে বেশি প্রভাব ফেলবে।
রবিবার রাতে প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি হতে পারে। শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশা, হালকা বৃষ্টি ও তাপমাত্রার তারতম্য জনজীবনে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে।
আবহাওয়া অধিদফতর জানায়, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরে দুই থেকে চারটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার মধ্যে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
অধিদফতরের মতে, শীত মৌসুমজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে। এতে শৈত্যপ্রবাহের পাশাপাশি কুয়াশা ও আর্দ্রতার কারণে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।
পূর্বের পোস্ট :